ডপলার ইফেক্ট কী ?
আব্দুর রহমান আল হাসান ।
ডপলার ইফেক্ট এর নাম শুনলে আমরা ভাবি , এটা আবার কেমন ইফেক্ট ?ফটোর ইফেক্ট
নাকি ভিডিওর ? আসলে এটা আমাদের খুবই পরিচিত একটি জিনিষ । শুধু সেটার নাম আমরা জানি
না । এটা ফটো বা ভিডিওর ইফেক্ট নয় । মূলত , আমরা যখন কোনো একটি শব্দ বা আওয়াজ শুনি , কখনো কাছে থেকে আবার কখনো অনেক দূর থেকে
।বিশেষ করে ,যখন একটি অ্যাম্বুলেন্স বা পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে যায় , তখন আমরা
সেটার আওয়াজ এভাবে শুনি , প্রথমে দূর থেকে তারপর কাছ থেকে , পরে আবার দূর থেকে । এক
সময় আওয়াজটা নাই বা নিস্তব্ধ হয়ে যায় । এই যে আওয়াজের যেই প্রভাবটা , এর নামই ডপলার
ইফেক্ট । বাংলায় অনেকে এটাকে ডপলার প্রভাব নামেও চেনে । আসলে শব্দের উৎস ও কোনো শ্রোতার
মধ্যকার আপেক্ষিক গতির কারণে এমনটি ঘটে । এর কারণ হলো , কোনো শ্রোতার এবং উক্ত শব্দের
উৎসের আপেক্ষিক গতি ।শব্দের িএই তীক্ষ্নতা নির্ভর করে শব্দের কম্পাঙ্কের উপর । এখানে
উক্ত সাইরেনের কম্পাঙ্ক বদলায় না । তবে অ্যাম্বুলেন্স যখন শ্রোতার দিকে আসতে থাকে তখন
ক্রমেই কমতে থাকা দূরত্বের মধ্যে একই সংখ্যক তরঙ্গ সংকুচিত হয়ে যায় । এতে শ্রোতার কানে
যেই শব্দ পৌছায় তার কম্পাঙ্ক বেড়ে যায় । সে জন্য শব্দটা তার কাছে তীক্ষ্ন মনে হয় ।
এটাই হলো ডপলার ইফেক্ট ।
এই ইফেক্টের আবিস্কারক হলো . অস্ট্রিয়ান পদার্থবিদ , ক্রিস্টিয়ান ডপলার
। এর ধারণা তিনি ১৮৪০ সালে দিয়েছিলেন ।