![]() |
মাওলানা আব্দুল মালেক দা.বা. |
আব্দুর রহমান আল হাসান
সেদিন দুপুরে পরিচিত এক স্যারের বাসায় ছিলাম । কথায় কথায় হযরত মারকাযুদ্দাওয়াহ এর আমীনুত তালীম মাওলানা আব্দুল মালেক সাহেবের কথা উঠালেন । আমি মনে করেছিলাম , একজন সাধারণ স্কুলের টিচার মাওলানা আব্দুল মালেক দা.বা. সম্পর্কে কিই বা জানতে পারে ?
তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম , আপনি তার সম্পর্কে কি জানেন ? তখন তিনি আমাকে বললেন ,হুজুরের সাথে আমার ভালো সম্পর্ক আছে । সে সময় আমি খানিকটা অবাক হলাম । তখন সেই স্যার বললেন , আমি আগে মারকাযুদ্দাওয়ায় নিয়মিত যেতাম । সেখানে তার সাথে আমার দেখা । আমি তার বিনয় , কথাবার্তা , যাবতীয় আচার-আচরণ দেখে খুব অবাক হয়েছি । তারপর তার যেই প্রকাশিত মাসিক পত্রিকা আছে , আল কাউসার । সেই পত্রিকার মত নির্ভরযোগ্য কোনো পত্রিকা আর পাই নি ।
সত্যিই একজন জেনারেল শিক্ষিত কারো মুখে এমন মন্তব্য শুনে খুবই বিস্মিত হয়েছি ।