দ্বিতীয় শিয়া খলিফা আবুল কাশেম নাযযার

1 minute read

আবুল কাশেম নাযযার

ফাতেমী সাম্রাজ্য বা শিয়া সাম্রাজ্যের প্রথম খলিফা উবায়দুল্লাহ মাহদী এর মৃত্যুর পর তার ছেলে আবুল কাশেম নাযযার মসনদে আরোহন করে। এটা হলো ৩২২ হিজরীর ঘটনা। আবুল কাশেম ২৭৮ হিজরীতে সালিমা নামক স্থানে জন্মগ্রহন করে। ব্যক্তিগতভাবে সে ছিল খুবই সাহসী এবং প্রভাবশালী। তবে তার চিন্তা চেতনা ও মন-মানসিকতা ছিল খুবই নিকৃষ্ট। 

আবুল কাশেম নাযযার ছিল মানবরুপি শয়তান। সে মানুষকে মুরতাদ হওয়ার পরামর্শ দিতেন। নবীদের সে গালিগালাজ করতো। সে উলামায়ে কেরামকে কষ্ট দিত। মসজিদ ও কুরআন শরীফ জ্বালিয়ে দিতে বলতো।

আবুল কাশেম নাযযার এর রাজকীয় উপাধী ছিল আল কায়িম বি আমিরিল্লাহ। সে ৩৩৪ হিজরীতে ইন্তিকাল করে।

খুব কম তথ্যই পাওয়া যায়। সে ১২ বছর ক্ষমতার মসনদে থাকে। তার মৃত্যুর পর তার ছেলে আবু তাহের ইসমাইল ক্ষমতার মসনদে আরোহন করে।

প্রথম শিয়া খলিফা উবায়দুল্লাহ মাহদী

উত্তর আফ্রিকায় বাতেনীদের ঘাঁটি স্থাপন

#buttons=(আমি সম্মত !) #days=(20)

আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। আমার সম্পর্কে আরো জানুনLearn More
Accept !