তৃতীয় শিয়া খলিফা আবু তাহের ইসমাঈল

৩৩৪ হিজরীতে আবুল কাশেম নাযযার এর মৃত্যুর পর তার ছেলে আবু তাহের ইসমাইল ক্ষমতায় আরোহন করে। তবে সে তার পিতার পথ অনুসরণ করে নি। আবুল কাশেম তার পিতার ন্যাক্কারজনক কর্মকাণ্ডের পরিসমাপ্তি ঘটায়।

ইমাম যাহাবী রহ. তার কিতাবে আবু তাহের ইসমাইলের ব্যাপারে উল্লেখ করেন, তিনি ছিলেন ‍দুরন্ত সাহসী। তার মধ্যে ইসলামী আদর্ম বিদ্যমান ছিল। যেটা তার নাস্তিক পিতার বিপরীত।

তার ব্যাপারেও ইতিহাসে তেমন তথ্য পাওয়া যায় নি। সে ৩৪১ হিজরী পর্যন্ত ক্ষমতার মসনদে থাকে। তার মৃত্যুর পর তার পুত্র মুঈয মসনদে আরোহন করে।

#buttons=(আমি সম্মত !) #days=(20)

আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। আমার সম্পর্কে আরো জানুনLearn More
Accept !