বাবা দিবস । প্রাচাত্যের আবিস্কার করা একটি দিবস । তারা এই দিনে তাদের
বাবাকে বলে , বাবা তোমায় ভালোবাসি। আর এই ব্যাক্তি কোথায় গিয়ে তার বাবাকে বলে জানেন
, বৃদ্ধাশ্রমে । পৃথিবীতে যত নিকৃষ্টতম জায়গা রয়েছে , তার মধ্যে অন্যতম হলো বৃদ্ধাশ্রম
। এখানে মানবতা অক্ষুন্ন থাকে না । মানবতার পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর স্থান এটি । এই ইউরোপিয়ান নামক বুদ্ধিমানরা আবিস্কার করেছে ১৯ শতকে । নিজেদের বুদ্ধির জোয়ারে ভাসতে ভাসতে আজ কোনটা সঠিক এবং কোনটা বে-ঠিক তারা তা পার্থক্য
করতে পারে না । তাদের থেকে আমরা মুসলিমরা শতগুণে ভালো আছি । আমরা কখনো আমাদের পিতা-মাতাকে
আমাদের থেকে পৃথক করি না । কারণ আমাদের ধর্ম আমাদের এটার অনুমোদন করে নি । আমাদের ধর্ম
আমাদের শিক্ষা দেয় , তোমাদের পিতা-মাতা তোমাদের জান্নাত ।
আল্লাহ কোরআনে সূরা আলে ইমরানে বলেন ,
পিতা-মাতার সাথে সদ্বব্যবহার করো । দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের তোমরা হত্যা
করো না । আমিই তোমাদের রিযিক দিয়ে থাকি । ( আয়াত ১৫১ )
আল্লাহ সূরা বনী ইসরাইলের ২৩ নং আয়াতে বলেন , তোমার প্রতিপালক হুকুম জারি
করেছেন , তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না । আর পিতা-মাতার সঙ্গে সদ্বব্যবহার করো
। তাদের একজন বা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় , তবে তাদেরকে বিরুক্তি
বা অবজ্ঞাসূচক কথা বলো না । আর তাদেরকে ভৎসনা করো না ।
আমাদেরকে আদেশ করা হয়েছে , তোমাদের পিতা-মাতাকে নির্দিষ্ট একটি দিনে নয় , সর্বদাই ভালোবাসো । তুমি প্রতিদিন বলো , বাবা তোমাকে ভালোবাসি । দেখবা তিনি তোমার জন্য মনভরে দোয়া করবেন । আর এই দোয়াই তোমার জন্য কামিয়াব । তুমি দুনিয়াতেও বড় হবা । আর আখেরাতে মহান আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন ।
আল্লাহ তাআলা আমাদেরকে পিতা-মাতার সাথে ভালো ব্যবহার করার তাওফীক দান করুন
।
আমীন ।
আলোচক এআর ইসলামিক অল টিপস ।