ধর্মীয় উৎসব কার?

 
ধর্মীয় উৎসব কার?

*আব্দুর রহমান আল হাসান

আমাদের সমাজে একটা শ্লোগান শোনা যায়, “ধর্ম যার যার, উৎসব সবার” শিরোনামে। যেই উৎসবটা কার্যকর হয় শুধুমাত্র হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গাপূজোয়। মুসলমানদের ধর্মীয় উৎসবে এই শ্লোগান কার্যকর হয় না। তখন বলা হয়, উৎসব তো মুসলিমদের। আমরা কেন তা পালন করবো? এই প্রতারণাপূর্ণ শ্লোগানটা সর্বপ্রথম কে দিয়েছেন, জানা নেই। তবে ওয়েবসাইট বা হিন্দু ধর্মাম্বলীদের কথাবার্তায় বোঝা যায়, এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার “বাণী”। আমার জানা নেই, তিনি একটি মুসলিম দেশের প্রধানমন্ত্রী হয়ে এই কথাটা বললেন কেন? তবে আমি কিছু কুরআনের আয়াত দিয়ে উদাহরণ দিতে পারি। আল্লাহ তা“আলা পবিত্র কুরআনের সূরা বাকারার ৮ এবং ৯ নং আয়াতে উল্লেখ করেন,

ومن الناس من يقول امنا بالله وباليوم الاخر وما هم بمؤمنين. يخادعون الله والذين امنوا، وما يخدعون إلا انفسهم وما يشعرون.

অর্থ; মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে, “আমরা আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি ঈমান এনেছি” কিন্তু প্রকৃতপক্ষে তারা মু‘মিন নয়। তারা আল্লাহ এবং মুমিনদেরকে প্রতারিত করে, আসলে তারা নিজেদেরকে ছাড়া অন্যকে প্রতারিত করতে পারে না। আর তারা এটা উপলদ্ধিও করতে পারে না।

স্বাভাবিক দৃষ্টিতে আমি একটা উদাহরণ দেই। ধরা যাক, আপনার একটা গাছ আছে। তখন এর ফল কার হবে? অথবা আপনার একটা পুকুর আছে। তখন এর মাছ কার হবে? অথবা আপনার একটা দোকান আছে। তখন এর মালামাল কার হবে? 

আপনি স্বাভাবিকভাবেই উত্তর দিবেন, মালিকের। তাহলে গাছের ফল যদি সবার না হয়ে গাছের মালিকের হয়, পুকুরের মাছ যদি সবার না হয়ে পুকুরের মালিকের হয়, দোকানের মালামাল যদি সকলের না হয়ে দোকানের মালিকের হয়, তাহলে ধর্ম আমার হলে উৎসবও আমার হবে। ধর্ম অন্যের হলে উৎসবও অন্যের হবে। সকলের হবে না। 

ইসলাম আসার পর পৃথিবীর অন্য সকল ধর্মকে রহিত করা হয়েছে। আল্লাহ কুরআনে সূরা আ‘লে ইমরানের ১৯ নং আয়াতে বলেন, 

إن الدين عند الله الإسلام

অর্থ; নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো, ইসলাম।

আবার সূরা আ‘লে ইমরানের ৮৫ নং আয়াতে আছে,

ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه، وهو فى الاخرة من الخسرين

অর্থ; যে ব্যক্তি ইসলাম ব্যতিত অন্য কোনো ধর্ম গ্রহন করতে চাইবে, কক্ষনো তার সেই ধর্ম কবুল করা হবে না এবং আখেরাতে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হবে।

ইসলাম ব্যতিত অন্য ধর্মের সকলকে আল্লাহ তা’আলা কাফের ঘোষণা করেছেন। তাদের ব্যাপারে আল্লাহ কুরআনের সূরা বাকারার ১৬১ নং আয়াতে বলেন,

إن الذين كفروا وماتوا وهم كفار اولءك عليهم لعنة الله والملاءكة والناس اجمعين

অর্থ; নিশ্চয় যারা কাফের এবং কাফের অবস্থাতেই মৃত্যুবরণ করে, এমন লোকদের প্রতি আল্লাহর, ফেরেশতাদের এবং সকল মানুষের অভিসম্পাত।

সুতরাং আমরা অন্য ধর্মের ব্যক্তিদের মানুষ হিসেবে শ্রদ্ধা করি। তাই তাদেরকে তাদের মতো থাকতে দেই। কিন্তু তারা যখন তাদের ধর্মীয় উৎসবে মুসলিমদের সমাবেত করার লক্ষ্যে কাজ করবে, তা একজন ধর্মপ্রাণ মুসলিম কখনো সমর্থন করবে না। ইসলামে অমুসলিমদের উৎসবে মুসলমাদের যোগদান করার কোনো বৈধতা নেই। কুরআন এবং হাদীসে এ ব্যাপারে কঠোর হুশিয়ারী প্রদান করা হয়েছে। আল্লাহ আমাদের সহীহ্ বুঝ দান করুন। আমীন।।

#buttons=(আমি সম্মত !) #days=(20)

আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। আমার সম্পর্কে আরো জানুনLearn More
Accept !