* আব্দুর রহমান আল হাসান *
১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর বাংলাদেশ পাকিস্তান হানাদার বাহিনীর কাছ
থেকে স্বাধীনতা লাভ করে। দীর্ঘ নয় মাস রক্তাক্ষয়ী যুদ্ধের পর আমরা পেলাম একটা নতুন
ভু-খণ্ড, একটা নতুন স্বদেশ। আমাদের বীর সন্তানেরা তাদের জীবন বিসর্জন দিয়ে এই দেশ স্বাধীন
করেছে। তারা আমাদের উপহার দিয়েছে লাল-সবুজের পতাকা। আমাদের দিয়েছে এক লক্ষ সাতচল্লিশ
হাজার পাঁচশত সত্তর বর্গকিলোমিটার একটি ভূখণ্ড। স্বাধীনতা স্বর্ণের চেয়েও দামী। এ কথাটা
আমরা সকলেই জানি। আমাদের ইতিহাসে স্বাধীনতা শব্দটি উৎপ্রতভাবে জড়িত। আমরা নিজেরা লড়াই
করেছি ভিনদেশি শত্রুদের বিরুদ্ধে। হানাদার দখলদারদের বিরুদ্ধে। এরপর আমরা উপহার পেয়েছি
এই বাংলাদেশ। ১৯৭২ সালে এই দেশে গণতান্ত্রিকমূলক শাসনব্যবস্থা চালু হয়। সরকার গঠিত
হয়। তারপর থেকে এগিয়ে যেতে থাকে এই বাংলাদেশ। আমার সোনার বাংলাদেশ। কিন্তু আমাদের গণতান্ত্রিক
ব্যবস্থাকে গলাটিপে মারে এক শ্রেণীর সরকার দলের ব্যক্তিরা। আমাদের দেশে এখন আর ভোটার
হয়ে ভোট দেয়া লাগে না। মৃত মানুষের ভোটও পড়ে যায় এখন। এটা কি গণতন্ত্র? এই গণতন্ত্র
কি আমরা চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম একটা সুন্দর স্বদেশ। যেখানে আমরা নিরাপত্তা পাবো।
আমরা সেখানে ভালোভাবে বাঁচতে পারবো। সে আর হলো কই? আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর পরও
আমাদের অধিকার পাই না। আমাদের দাবী আমরা সরকারের নিকট পৌছাতে পারি না। কবে পারবো আমরা?
কবে আমরা স্বাধীনতার স্বাদ পাবো? তার উত্তর কি কারো কাছে আছে?