* আব্দুর রহমান আল হাসান *
*
আব্বাসী খলিফাদের মধ্যে সর্বপ্রথম খলিফা ছিলেন আবুল আব্বাস আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আস সাফাহ। তার জন্ম ৭২১ খ্রিষ্টাব্দ আর মৃত্যু ৯ই জুন ৭৫৪ খ্রিস্টাব্দ। তার শাসনকাল ছিল ৭৪৯ থেকে ৭৫৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
*
আব্বাসী খলিফাদের মধ্যে দ্বিতীয় খলিফা ছিলেন আবু জাফর আব্দুল্লাহ ইবনে মুহম্মদ আল মনসুর । তার জম্ম ৭১৪ খ্রিষ্টাব্দ আর মৃত্যু ৭৭৫ খ্রিষ্টাব্দ। তার শাসনকাল ছিল ৭৫৪ থেকে ৭৭৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
*
আব্বাসী খলিফাদের মধ্যে তৃতীয় খলিফা ছিলেন মুহাম্মদ ইবনে মানসূর আল মাহদী । তার জন্ম ৭৪৪ বা ৭৪৫ খ্রিষ্টাব্দ আর মৃত্যু ৭৮৫ খ্রিষ্টাব্দ। তার শাসনকাল ছিল ৭৭৫ থেকে ৭৮৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
*
আব্বাসী খলিফাদের মধ্যে চতুর্থ খলিফা ছিলেন আবু মুহাম্মদ মুসা ইবনে মাহদী আল হাদি। তার জন্ম ৭৬৪ খ্রিষ্টাব্দ আর মৃত্যু ৭৮৬ খ্রিষ্টাব্দ। তার শাসনকাল ছিল ৭৮৫ থেকে ৭৮৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
*
আব্বাসী খলিফাদের মধ্যে পঞ্চম খলিফা ছিলেন হারুনুর রশীদ । তার পদবী ন্যায়পরায়ণ। তার জন্ম ৭৬৩ বা ৭৬৬ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারী মাসে আর মৃত্যু ২৪ শে মার্চ ৮০৯ খ্রিষ্টাব্দ। তার শাসনকাল ছিল ৭৮৬ থেকে ৮০৯ সন পর্যন্ত ।
*
আব্বাসী খলীফাদের মধ্যে ষষ্ঠ খলিফা ছিলেন মুহাম্মদ (আল আমীন) ইবনে হারুনুর রশীদ। তার জন্ম ৭৮৭ মাসের এপ্রিল মাসে এবং মৃত্যু ২৫শে সেপ্টেম্বর ৮১৩ খ্রিষ্টাব্দে। তার শাসনকাল ছিল ৮০৯ থেকে ৮১৩ পর্যন্ত।
*
আব্বাসী খলিফাদের মধ্যে সপ্তম খলিফা ছিলেন আবু জাফর আব্দুল্লাহ আল মামুন ইবনে হারুনুর রশিদ । তার জন্ম ৭৮৬ খ্রিষ্টাব্দ আর মৃত্যু ৯ই আগষ্ট ৮৩৩ খ্রিষ্টাব্দ । তার শাসনকাল ছিল ৮১৩ থেকে ৮৩৩ পর্যন্ত ।
*
আব্বাসী খলিফাদের মধ্যে অষ্টম খলিফা ছিলেন আবু ইসহাক (আল মুতাসিম বিল্লাহ) মুহাম্মদ ইবনে হারুনূর রশিদ। তার জন্ম ৭৯৬ খ্রিষ্টাব্দ আর মৃত্যু ৮৪২ খ্রিষ্টাব্দ। তার শাসনকাল ছিল ৮৩৩ থেকে ৮৪২ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
*
আব্বাসী খলিফাদের মধ্যে নবম খলিফা ছিলেন আবু জাফর
(আল ওয়াসিক বিল্লাহ) হারুন ইবনে মুহাম্মদ আল মুতাসিম । তার জন্ম ৮০৬ খ্রিষ্টাব্দ আর মৃত্যু ১০ই আগষ্ট ৮৪৭ খ্রিষ্টাব্দ। তার শাসনকাল ছিল ৮৪২ থেকে ৮৪৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
*
আব্বাসী খলিফাদের মধ্যে দশম খলিফা ছিলেন জাফর (আল মুতাওয়াক্কিল) ইবনে মুহাম্মদ আল মুতাসিম বিল্লাহ । তার জন্ম মার্চ ৮২২ খ্রিষ্টাব্দ আর মৃত্যু ১১ই ডিসেম্বর ৮৬১ খ্রিষ্টাব্দ । তার শাসনকাল ছিল ৮৪৭ থেকে ৮৬১ খ্রিষ্টাব্দ পর্যন্ত ।
*
আব্বাসী খলিফাদের মধ্যে এগারোতম খলিফা ছিলেন আবু জাওর
(আল মুনতাসির বিল্লাহ) মুহাম্মদ ।তার জন্ম ৮৩৭ খ্রিষ্টাব্দ আর মৃত্যু ২৫শে জুন ৮৬২ খ্রিষ্টাব্দ । তার শাসনকাল ছিল ৮৬১ থেকে ৮৬২ খ্রিষ্টাব্দ পর্যন্ত ।
*
আব্বাসী খলিফাদের মধ্যে বারোতম খলিফা ছিলেন আহমাদ ইবনে মুহাম্মাদ । তার জন্ম ৮৩৬ খ্রিষ্টাব্দে আর মৃত্যু ১৭ই অক্টোবর ৮৬৬ খ্রিষ্টাব্দ । তার শাসনকাল ছিল ৮৬২ থেকে ৮৬৬ খিষ্টাব্দ পর্যন্ত ।
*
আব্বাসী খলিফাদের মধ্যে তেরোতম খলিফা ছিলেন আল মুতাজ । তার জন্ম ৮৪৭ খ্রিষ্টাব্দে আর মৃত্যু ৮৬৯ খিষ্টাব্দ । তার শাসনকাল ছিল ৮৬৬ থেকে ৮৬৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত । তার ক্ষমতালাভের সময় তার বয়স ছিল মাত্র ১৯ বছর ।
*
আব্বাসী খলিফাদরে মধ্যে চৌদ্দতম খলিফা ছিলেন আবু ইসহাক মুহাম্মাদ ইবনে আল ওয়াসিক । তার জন্ম জানা নেই আর মৃত্যু ২১শে জুন ৮৭০ খ্রিষ্টাব্দে । তার শাসনকাল ছিল ৮৬৯ থেকে ৮৭০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ।
*
আব্বাসী খলিফাদের মধ্যে পনেরোতম খলিফা ছিলেন আল মুতামিদ । তার জন্ম ৮৪৪ খ্রিষ্টাব্দে আর মৃত্যু ১৫ই অক্টোবর ৮৯২ খ্রিষ্টাব্দ । তার শাসনকাল ছিল ৮৭০ খ্রিষ্টাব্দ থেকে ৮৯২ খ্রিষ্টাব্দ পর্যন্ত ।
*
আব্বাসী খলিফাদের মধ্যে ষোলতম খলিফা ছিলেন আবুল আব্বাস আহমাদ ইবনে তালহা আল মুওয়াফফাক । তার জন্ম ৮৬১ খ্রিষ্টাব্দে আর মৃত্যু ৫ই এপ্রিল ৯০২ খ্রিষ্টাব্দে । তার শাসনকাল ছিল ৮৯২ থেকে ৯০২ খ্রিষ্টাব্দ পর্যন্ত ।
*
আব্বাসী খলিফাদের মধ্যে সতেরোতম খলিফা ছিলেন আবু আহমাদ আলী ইবনে আহমাদ আল মুতামিদ । তার জন্ম ৮৭৮ খ্রিষ্টাব্দে আর মৃত্যু ১৩ই আগষ্ট ৯০৮ । তার শাসনকাল ছিল ৯০২ থেকে ৯০৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত ।
*
আব্বাসী খলিফাদের মধ্যে আঠারোতম খলিফা ছিলেন আবুল ফাদল জাফর ইবনে আহমাদ আল মুতাদিদ । তার জন্ম ৮৯৫ খিষ্টাব্দে আর মৃত্যু ৩১শে অক্টোবর ৯৩২
খিষ্টাব্দ। তার শাসনকাল ছিল ৯০৮ থেকে ৯৩২ খিষ্টাব্দ পর্যন্ত।
*
আব্বাসী খলিফাদের মধ্যে উনিশতম খলিফা ছিলেন আবু মানসূর মুহাম্মাদ আল কাহির বিল্লাহ।
তার জন্ম ৮৯৯ খ্রিষ্টাব্দে আর মৃত্যু ৯৫০ খিষ্টাব্দে। তার শাসনকাল ছিল ৯৩২ থেকে ৯৩৪
খিষ্টাব্দ পর্যন্ত।
*
আব্বাসী খলিফাদের মধ্যে বিশতম খলিফা ছিলেন আবুল আব্বাস মুহাম্মাদ ইবনে ফাফর আল মুকতাদির।
তার জন্ম ৯০৭ খিষ্টাব্দে আর মৃত্যু ২৩শে ডিসেম্বর ৯৪০ খিষ্টাব্দ। তার শাসনকাল ছিল ৯৩৪
থেকে ৯৪০ খিষ্টাব্দ পর্যন্ত।
(এরপর থেকে খলিফাদের জম্ম-মৃত্যু দেয়া হচ্ছে না।দুঃখিত!)
*
আব্বাসী খলিফাদের মধ্যে একুশতম খলিফা ছিলেন আল মুত্তাকি। তার শাসনকাল ছিল ৯৪০ থেকে
৯৪৪ খিষ্টাব্দ পর্যন্ত।
*
আব্বাসী খলিফাদের মধ্যে বাইশতম খলিফা ছিলেন আল মুসতাকফি। তার শাসনকাল ছিল ৯৪৪ থেকে
৯৪৬ খিষ্টাব্দ পর্যন্ত।
*
আব্বাসী খলিফাদের মধ্যে তেইশতম খলিফা ছিলেন আল মুতি। তার শাসনকাল ছিল ৯৪৬ থেকে ৯৭৪
পর্যন্ত।
*
আব্বাসী খলিফাদের মধ্যে চব্বিশতম খলিফা ছিলেন আত তাই। তার শাসনকাল ছিল ৯৭৪ থেকে ৯৯১
খিষ্টাব্দ পর্যন্ত।
*
আব্বাসী খলিফাদের মধ্যে পচিঁশতম খলিফা ছিলেন আল কাদির। তার শাসনকাল ছিল ৯৯১ থেকে ১০৩১
পর্যন্ত।
*
আব্বাসী খলিফাদের মধ্যে ছাব্বিশতম খলিফা ছিলেন আল কাইম। তার শাসনকাল ছিল ১০৩১ থেকে
১০৭৫ পর্যন্ত।
*
আব্বাসী খলিফাদের মধ্যে সাতাশতম খলিফা ছিলেন আল মুকতাদি।তার শাসনকাল ছিল ১০৭৫ থেকে
১০৯৪ পর্যন্ত।
এরপর
থেকে আব্বাসীয়দের তথ্য সঠিকভাবে ইতিহাসে পাওয়া যায় না। আব্বাসীয়দের স্বর্ণযুগ শেষ হওয়ার
পর থেকে এক এক ক্ষমতার কোন্দলে আব্বাসীয়দের পতন হয়। তাদের পর মামলুক সাম্রাজ্য ও মোঙ্গলদের
ক্ষমতা শুরু হয়। সেটা নিয়ে শুরু অন্য কোনোদিন লিখবো ইনশাল্লাহ।