মি. শরীফ ২

  মি. শরীফ ২

শরিফ সাহেব এর অফিস আজ ছুটি । সকাল বেলায় ঘুম থেকে উঠতে এগারোটা বাজে ফেললেন । কোনমতে এক চোখকে ঘুমে রেখে ফ্রেশ হতে গেলেন । মুখমন্ডলে পানি দেওয়ার পর ঘুম চলে গেল । ঘুম চলে যাওয়ায় চোখের উপর রাগান্বিত হয়ে ভাবলেন , চোখের শাস্তি দেবেন । কি শাস্তি দিবেন তা ভাবতে লাগলেন । শেষে সিদ্ধান্ত নিলেন আজ তিনি তার চশমাটা না পড়ে থাকবেন । শার্টটা গায়ে দিয়ে হোটেলের সিঙ্গারা খেতে বের হলেন । চোখে চশমা না থাকায় দরজার চৌকাঠের সাথে আঘাত খেয়ে কপাল ফাটিয়ে ফেললেন ।  কোনমতে চোখের শাস্তি মওকুফ করে চশমাটা পড়ে হাসপাতালে দৌড় লাগালেন । রাস্তায় লোকজন তাকে ভূত ভেবে পলায়ন করতে প্রতিযোগিতা শুরু করে দিলো । একদিকে কপাল ফেটে গেছে । রক্তের শার্টের অর্ধেক লাল হয়ে গেছে । তাড়াহুড়ায় আবার জুতা পড়েছেন উল্টো করে । আর বর্ণনা দিতে আমার নিজেরই ভয় হচ্ছে । যদি মরে গিয়ে ভূত হয়ে আমার বাসায় আবার হানা দেয় । হাসপাতালে যাওয়ার পর ডাক্তার জিজ্ঞাসা করলেন , কিভাবে কি হয়েছে ? 

তিনি পুরো ফিরিস্তি বর্ণনা দিলেন । ডাক্তারবাবু আতঙ্কে আতঙ্কিত হয়ে বললেন , যে আপনার করোনা হয়েছে । শরিফ সাহেব করোনার কথা শুনে হার্টফেল করে বসলেন । ডাক্তার সাহেব আরো আতঙ্কে তার ডাক্তারিতে ইস্তফা দিয়ে তিনি চাকরি ছেড়ে চলে গেলেন । 

মিস্টার শরীফের প্রথম পর্ব পড়তেএখানে ক্লিক করুন

( লেখক কতৃক সংরক্ষিত ) 

#buttons=(আমি সম্মত !) #days=(20)

আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। আমার সম্পর্কে আরো জানুনLearn More
Accept !