লেখক , আব্দুর রহমান আল হাসান
বহুদিন পরে গ্রামে আসলেন শরিফ সাহেব । আসার পথে ডাকাত বাহিনীর হাতে সব কিছু হারালেন ।সাথে শুধু দুইদিন আগে গুলিস্তান থেকে কেনা দেড়শ টাকা দামের মোবাইল ফোনে রয়েছে । বেচারার ডাকাত মোবাইলটার বেহাল অবস্থা দেখে শরীফ সাহেবকে ডাকাত 100 টাকা হাতখরচ দিয়ে গেলেন । তিনি বাড়িতে আসার পরে পকেট এ দেখেন আর মাত্র তিন টাকা আছে । রাগে তার মাথা গরম হয়ে যাচ্ছিল পুকুরপাড়ে গেলেন হাতমুখ ধুতে । সেখানে শেওলার কারণে পিছিয়ে পড়ে গেলেন । অনেক কষ্টে উঠে উঠানে এসে বসলেন । জামাকাপড় কিছুই সাথে নেই । তিন ঘন্টা রোদে বসে থাকার পরে জামা কাপড় শুকিয়ে মোটামুটি চলাফেরা করার অবস্থা হল । এতক্ষণ রোদে বসে থাকার কারণে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে । ঘরে গিয়ে দেখেন কলসিতে কোনো পানি নেই । বের হলেন পানি আনতে । টিউবওয়েল থেকে পানি নেওয়ার সময় অসতর্কতাবশত টিউবওয়েলের সাথে আঘাত খেলে মাথা ফেটে প্রচুর রক্ত বের হচ্ছে । তিনি বহু কষ্টে একা একটা ক্লিনিকে গেলেন । ডাক্তার সাহেব বললেন মাথা সেলাই করতে হবে । টাকা লাগবে 20,000 । শরিফ সাহেব চিন্তা রাজ্যে হাবুডুবু খেতে লাগবে অনেক ধারদেনা করে 21000 টাকা নিলেন । মাথা সেলাই করার পর ডাক্তার সাহেব 1000 টাকার ওষুধ লিখে দিলেন । শরীফে 500 টাকার ওষুধ কিনে বাকি 500 টাকা নিয়ে ঢাকায় পলায়ন করলেন ।
মিস্টার শরীফ এর দ্বিতীয় পর্ব পড়তে এখানে ক্লিক করুন