শীতের সকাল ডট ব্লগস্পট ডট কম
এই পৃথিবী , গ্রহ-নক্ষত্র , আসমান-যমীন সকল কিছুর সৃষ্টিকর্তা এবং পরিচালক আল্লাহ তা'য়ালা । তিনি কে ?
পৃথিবীর আদি থেকে নিয়ে শেষ পর্যন্ত যার রাজত্ব চলমান , পৃথিবী সৃষ্টির পূর্বে যিনি ছিলেন , হাশরের ময়দানে মালিক যিনি , তিনিই আল্লাহ রাব্বুল আলামীন ।
আমাদের দিন-রাত যিনি পরিচালনা করছেন এবং আমাদের ভালো-মন্দ বিচার করার যিনি তাওফীক দিয়েছেন , তিনিই আল্লাহ ।
আমরা এ পর্যন্ত আল্লাহর পরিচয় পেলাম । এখন কথা হলো তাওয়াক্কালতু আ'লাল্লাহ কি ?
স্বাভাবিকভাবে আমরা যখন কোনো কাজ করার ইচ্ছা করি , সেটা ভালো কাজ হলে আমরা আল্লাহর সমীপে আরজি করি , যেন আমার কাজটা পরিপূর্ণ হয় , একেই তাওয়াক্কালতু আ'লাল্লাহ বলে । আর তাওয়াক্কালতু আ'লাল্লাহ মানে কাজটি করার জন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা ।