সতর্ক হোন , সাবধান হোন

চাঁদপুরের ভাইয়েরা , সাবধান ! সতর্ক হোন । 

আপনার ঈমান-আমল আপনি নিজেই ধ্বংস করছেন না তো ? 
সামনে আমাদের মাহে রমজান । এই মাস আল্লাহর পক্ষ হতে আমাদের উপর বিশেষ রহমত ।
 আল্লাহ কোরআনে বলেন , يا ايها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب علي الذين من قبلكم لعلكم تتقون  
অর্থাৎ হে ঈমানদারগণ , তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল । 
রমজানে আমরা সকলেই তো রোজা রাখবো । কিন্তু আমাদের কিছু দ্বীনি ভাইয়েরা এই রমজানে এমন কিছু মারাত্মক ভুল করে থাকেন যার দ্বারা ঈমান - আমল উভয়টাই ধ্বংস হয়ে যায় । 
শুনতে পেয়েছি , চাঁদপুরের কয়েকটা গ্রামে ( প্রায় ১৯ টা গ্রাম ) রমজানের রোজা ও ঈদুল ফিতর সৌদি আরবের সাথে আদায় করে থাকে । এরা মারাত্মক ভুল এবং গুনাহ । কারণ ভৌগলিকভাবে সৌদি আরব এবং বাংলাদেশ অনেক দূরে । তাই দুই জায়গার চাঁদ উঠার সময়ও ভিন্ন । 
তাই আপনারা সৌদি আরবের সাথে মিল না রেখে বাংলাদেশে যখন রোজা ও ঈদ হয় , তখন আদায় করুন । এতে আপনার ইহকাল ও পরকাল দুটোতেই লাভবান হবে ।
আল্লাহ তায়ালা আমাদের কথাগুলো বুঝে আমল করার তাওফীক দান করুন । আমীন ।

#buttons=(আমি সম্মত !) #days=(20)

আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। আমার সম্পর্কে আরো জানুনLearn More
Accept !