নেইমার । ফুটবল জগতের এক কিংবদন্তি । আমাদের দেশে যখন আন্তর্জাতিক ফুটবল , ইউরো বা কোপা আমেরিকা খেলা হয় , তখন অধিকাংশেরই একটি টান টান উত্তেজনা থাকে ।
কারা যাবে এবার ফাইনালে ? কেউ কেউ আবার নেইমার , মেসি , রোনালদো এর লাইফস্টাইল ও ফলো করে । অথচ তারা না আমাদের ধর্মীয় ভাই , না তারা আমাদের চেনে ! এসব নিয়ে কথা বললে কিছু সক্রিয় ভাই রয়েছে , তারা কমেন্ট বক্স এবং ইনবক্স দুটোই কাপাঁবে । আরো বেশি "জ্ঞানের অধিকারী" হলে কোনো ফুটবল ফ্যান গ্রুপে গিয়ে ইমোশনাল , ব্ল্যাকমেইল করে পোস্ট দিবে ।
অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন , যে ব্যাক্তি অন্য কোনো ধর্মের অনুসারীদের সাপোর্ট করবে , সে তাদেরই অন্তর্ভুক্ত হবে ।(হাদীসের সোর্সটি মনে নেই)
অথচ আমরা কি করছি , একবার ও কি ভেবে দেখেছি ? নবীজির সুস্পষ্ট সতর্কবাণীকে তোয়াক্কা করে কাজ করছি আমরা । আবার আমরা শাফায়াত এর আশা করি ।। শাফায়াত এতো সোজা নয় রে ভাই ।।
বর্তমান সময়ে অনেকেই ট্যাটু করে থাকে । যদিও ইসলাম এটাকে সমর্থন করে না । বড় বড় খেলোয়াড় , ফাইটার , জুয়াড়ীরা প্রায় এসব ট্যাটুতে বিভিন্ন আকৃতি-প্রতিকৃতি একে থাকে । এর মধ্যে একটি সিম্বল বা চিহ্ন হলো , এক চোখ বা ওয়ান অর্ডারের চিহ্ন । যা দাজ্জালের চিহ্ন বলে ধারণা করা হয় । দাজ্জাল আসবে । কিভাবে আসবে , তা আমরা জানি । পৃথিবীতে একটি সংগঠন রয়েছে , ইলুমিনাতি নামে । তাদের ব্যাপারে আমরা সকলেই জানি । সেদিন এক ভাই জিজ্ঞাসা করলো , ইলুমিনাতি যদি গুপ্ত সংগঠন হয় , তাহলে তার ব্যাপারে আমরা জানি কেন ?
খুবই সুন্দর প্রশ্ন । আমরা সংগঠনটির ব্যাপারে জানি । এর কার্যক্রম জানি । তবে কারা করছে , কেন করছে , কিভাবে করছে তা জানি না ।
এরা বিভিন্ন বড় বড় খেলোয়াড় , নায়ক এবং পলিটিশিয়ানদের ব্যবহার করে তাদের মেসেজ এর প্রচারণা চালায় । আমরা মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হলো , এসব থেকে নিজে দূরে থাকা । আত্বীয়-স্বজনদের দূরে রাখা । ফ্রেন্ডদের দূরে রাখা । সম্ভব্য দাজ্জালি ফিতনা হতে সতর্ক থাকা ।
আল্লাহ তাওফীক দান করুন । আমীন
আব্দুর রহমান আল হাসান
আলোচক , এআর ইসলামিক অল টিপস ।


