বিশ্ব পরিবেশ দিবস । এক নির্মম বাস্তবতা

 আব্দুর রহমান আল হাসান ।

লেখক ।

পরিবেশ কাকে বলে , এমন প্রশ্ন যদি কাউকে করা হয় , সে অনায়েসে বলবে , আমাদের চারিপার্শের ভূপ্রকৃতি, আবহাওয়া , গাছপালা , নদ-নদী , দৃশ্যমান অদৃশ্যমান সবকিছুমিলিয়েই আমাদের পরিবেশ মহান আল্লাহ এই প্লানেটকে অর্থ্যাৎ গ্রহকে ভারসাম্যপূর্ণ ব্যবস্থার মধ্যে মানুষের চারিপাশের পরিবেশকে সৃষ্টি করেছেন এবং মানুষকে নির্দেশ দিয়েছেন এই পৃথিবীর পরিবেশকে সুন্দর রাখতে মানুষেরা যখন আল্লাহর নেয়ামত ভোগ করতে করতে স্বার্থপর হয়ে পড়ে , তখন সে অন্যের স্বার্থ নষ্ট করার জন্য উঠেপড়ে লাগে আল্লাহ কোরআনে বলেন ,

و من الناس من يعجبك قوله فى الحياة الدنيا و يشهد الله على ما فى قلبه و هو الد الخصام .

মানুষের মধ্যে এমন কতক ব্যাক্তি রয়েছে যার কথা তোমাকে মুগ্ধ করে এবং তার অন্তরে কি আছে সে বিষয়ে আল্লাহকে সাক্ষী রাখে , অথচ প্রকৃতপক্ষে সে ঝগড়াটে লোক

আমাদের বর্তমান বিশ্বে অনিয়ন্ত্রিত শিল্পায়ন , কলকারখানা স্থাপন , বিষাক্ত বর্জ্য অনিয়ন্ত্রিতভাবে ফেলা , পারমানবিক অস্ত্র প্রতিযোগিতা অনিয়ন্ত্রিত বিলাসিতার কারণে বিশ্বের পরিবেশ বিপরযয়ের সম্মুখীন সকল বিপরযয় রোধে আন্তরযাতিকভাবে জাতিসংঘে অনেক চুক্তি হয়েছে কিন্তু তারা নিজেরাই এসব মানে না

প্রতিবছর জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কিন্তু আমাদের সব আন্দোলন এই একদিনই থাকে আমাদের সর্বদা সোচ্চার থাকতে হবে এবং নিজেরাও থেকে বিরত থাকতে হবে আল্লাহ আমাদের তাওফিক দান করুন আমীন

আলোচক , এআর ইসলামিক অল টিপস 

কলাম থেকে আরো পড়ুন


#buttons=(আমি সম্মত !) #days=(20)

আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। আমার সম্পর্কে আরো জানুনLearn More
Accept !