আব্দুর রহমান আল হাসান ।
![]() |
| লেখক । |
পরিবেশ কাকে বলে
, এমন প্রশ্ন যদি কাউকে করা হয় , সে অনায়েসে বলবে , আমাদের চারিপার্শের ভূপ্রকৃতি, আবহাওয়া , গাছপালা , নদ-নদী , দৃশ্যমান ও অদৃশ্যমান সবকিছু মিলিয়েই আমাদের পরিবেশ । মহান আল্লাহ এই প্লানেটকে অর্থ্যাৎ গ্রহকে ভারসাম্যপূর্ণ ব্যবস্থার মধ্যে মানুষের চারিপাশের পরিবেশকে সৃষ্টি করেছেন । এবং মানুষকে নির্দেশ দিয়েছেন এই পৃথিবীর পরিবেশকে সুন্দর রাখতে । মানুষেরা যখন আল্লাহর নেয়ামত ভোগ করতে করতে স্বার্থপর হয়ে পড়ে , তখন সে অন্যের স্বার্থ নষ্ট করার জন্য উঠেপড়ে লাগে । আল্লাহ কোরআনে বলেন
,
و من الناس من يعجبك قوله فى الحياة الدنيا
و يشهد الله على ما فى قلبه و هو الد الخصام .
মানুষের মধ্যে এমন কতক ব্যাক্তি রয়েছে যার কথা তোমাকে মুগ্ধ করে এবং তার অন্তরে কি আছে সে বিষয়ে আল্লাহকে সাক্ষী রাখে , অথচ প্রকৃতপক্ষে সে ঝগড়াটে লোক ।
আমাদের বর্তমান বিশ্বে অনিয়ন্ত্রিত শিল্পায়ন , কলকারখানা স্থাপন , বিষাক্ত বর্জ্য অনিয়ন্ত্রিতভাবে ফেলা , পারমানবিক অস্ত্র প্রতিযোগিতা ও অনিয়ন্ত্রিত বিলাসিতার কারণে বিশ্বের পরিবেশ বিপরযয়ের সম্মুখীন । এ সকল বিপরযয় রোধে আন্তরযাতিকভাবে জাতিসংঘে অনেক চুক্তি হয়েছে । কিন্তু তারা নিজেরাই এসব মানে না ।
প্রতিবছর ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় । কিন্তু আমাদের সব আন্দোলন এই একদিনই থাকে । আমাদের সর্বদা সোচ্চার থাকতে হবে এবং নিজেরাও এ থেকে বিরত থাকতে হবে । আল্লাহ আমাদের তাওফিক দান করুন । আমীন ।
আলোচক , এআর ইসলামিক অল টিপস
কলাম থেকে আরো পড়ুন

