লেখা নিয়ে ভাবনা

 

ইবনে হামীম ।

মাঝেমধ্যে ভাবি , লেখালেখি করে আমার কী লাভ ? নিজের লেখার উপর তো নিজেই আমল করছি না , অন্যেরটা পরে । একটি উন্নত কলমের বীজ বপন করার পিছনে থাকে অনেক চেষ্টা ও মেহনত । লেখার উপর আমল করা হলো লেখা থেকে অর্জিত সবচেয়ে বড় অর্জন । সারা জীবন লেখে গেলাম কিন্তু আমল করলাম না , তাহলে আমার কিছুতেই উন্নতি হবে না । আমার চেষ্টা আমার মেহনত আমাকে এগিয়ে নিয়ে যাবে দূর , বহুদূর । অন্য দিকে আমার আমল আমাকে নিয়ে যাবে অনিন্দ্য সুন্দর জান্নাতে । নিজের লেখার উপর যদি নিজে পূর্ণভাবে আমল করি , তাহলেই হবে আমার লেখালেখি স্বার্থক ।


ম্যাগাজিন থেকে আরো পড়ুন

#buttons=(আমি সম্মত !) #days=(20)

আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। আমার সম্পর্কে আরো জানুনLearn More
Accept !