![]() |
আব্দুর রহমান আল হাসান । |
জনসম্মুখে ম্যাক্রোঁকে থাপ্পর , একটি পর্যালোচনা ।
প্রেসিডেন্ট মেক্রোকে সাধারণ একজন ব্যাক্তি যদি জনসম্মুখে থাপ্পর মারে
, তাহলে বুঝা যায় , সেই দেশের জনগণ তাকে কতটা অপছন্দ করে । ফ্রান্সের প্রেসিডেন্ট বিতার্কিত
আজ থেকে নয় , তার সরকারপ্রধান হওয়ার পর থেকেই । তিনিই হলেন সেই প্রেসিডেন্ট যিনি নবীজির
ব্যাঙ্গচিত্র তৈরী করাকে সমর্থন করেছিলেন । গত বছরের শেষের শেষের দিক দিয়ে যখন ফ্রান্সের
একটি দৈনিক পত্রিকা ”শার্লি এবদো” নবীজির ব্যঙ্গচিত্র বানায় ,তখন আমরা দেখেছিলাম ,
কারা ইসলাম প্রেমিক সরকার ? আমাদের বাংলাদেশে যদিও এ নিয়ে অনেক আন্দোলন হয় , কিন্তু
তেমন কোনো ফলাফল আমরা পাই নি । গত মঙ্গলবার যখন সে জনসম্মুখে থাপ্পর খেল , তখন অনেকেই
ফেইসবুকে স্টাটাস দিয়েছিল ” আল্লাহ ছাড় দেন , কিন্তু ছেড়ে দেন না ” ক্যাপসন লিখে ।
এবার একটু আলোকপাত করি স্বয়ং ফ্রান্সের জনগণ তাকে কেন পছন্দ করে না ? ফ্রান্সে
বর্তমানে প্রচলিত একটি পরিভাষা আছে , ম্যাঁক্রোইজম নামে । মূলত এটা প্রেসিডেন্ট মেক্রোর
নামে প্রচারকৃত একটি পরিভাষা । প্রেসিডেন্ট মেক্রো ধনী এবং গরীবের মধ্যে বিশালাকারে
পার্থক্য তৈরী করেছেন । তিনি ধনীদের কর কমিয়ে দিয়ে গরীব শ্রেণীর লোকদেরকে করের মোটা
অংকের অর্থতে হাবুডু্বু খাওয়াচ্ছেন ।
গতকাল (০৮/০৬/২০২১) তিনি জনসংযোগ করার সময় জনৈক ফরাসী ব্যাক্তি তাকে সজোড়ে
চড় মারে । তখন উক্ত ব্যাক্তি এই স্লোগান দিচ্ছিলেন , ম্যাক্রোঁবাদ নিপাত যাক । এই নিয়ে
তিনবার জনতার সামনে হামলার স্বীকার হলেন এই রাষ্ট্রপ্রধান ।
যদি তিনি তার নিজের মন মতো চলেন , তাহলে নিকট ভবিষ্যতে আরো মারাত্মক হামলার
স্বীকার হতে পারেন । কেননা জরিপ অনুযায়ী ৭৮ ভাগ ফরাসী মনে করেন , ম্যাক্রোঁর আমলে ফ্রান্স
পতনের দিকে ধাবিত হচ্ছে ।
আলোচক , AR Islamic All Tips
কলাম থেকে আরো পড়ুন ।