মি. শরীফ ৭

মি. শরীফ ৭
অনান্য বছর অক্টোবরে হালকা শীত পড়া শুরু হয় । কিন্তু এ বছর শীতের নাম গন্ধই নেই । এই গরমের মধ্যে অফিসে যাওয়ার জন্য শরিফ সাহেব লম্বা কটি পরিধান করলেন তার নিজের নিকট খুব বিরক্তি লাগছে অফিসে আসার পর দেখেন আজ অফিসের এসি নষ্ট মাথায় যেন তিনি প্রচণ্ড শক খেলেন । একবার চাচ্ছিলেন কোট শার্ট খুলে খালি গা অফিস করবেন । শেষে বিবেকের ধারা বাধাপ্রাপ্ত হয় কাজটি করা বাদ দিলেন । দীর্ঘ তিন মাস পর দিকপাল বাবুর সাথে দেখা । এতদিন তিনি অফিসে আসেননি । শরীফ সাহেবের সাথে তার সাক্ষাতের পর্বটাও ইন্টারেস্টিং । যদিও এখন সে বিষয়ে আলোচনার ইচ্ছা নেই । কারণ একটু আগে অফিসে একটি নতুন এসি এসেছে । কেউ যখন শুনলেন , এসিটা বসের রুমে লাগানো হবে ।মন চাইলো বসকে একটা রাম থাপ্পর মেরে আসতে ।

পূর্ববর্তী গল্প পড়তে এখানে ক্লিক করুন

#buttons=(আমি সম্মত !) #days=(20)

আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। আমার সম্পর্কে আরো জানুনLearn More
Accept !