জমজমাট ভূতের আড্ডা .......
পর্ব ১ .......
শীতের সকাল ব্লগস্পট ডট কম ।
.............................................
সন্ধ্যার পর থেকে নুহাশপুর এলাকার কেউ ঘর থেকে বের হয় না । এক অজানা আতঙ্কে সবাই আতঙ্কিত । গত দুই মাস আগে প্রচন্ড ঝড় হয় এলাকায় । তখন এলাকার কয়েকজন ব্যক্তি মারা যায় । তাদের মৃত্যুর পরই নুহাশপুরের লোকজন বিভিন্ন ভৌতিক কার্যক্রমের সম্মুখীন হয় ।
এরই মাঝে একদিন রহিম মিয়ার ছাগল নিয়ে বাজারে যাচ্ছিলেন । পথিমধ্যে হঠাৎ তার সামনে একটি গাছের গুড়িতে নিজে নিজে আগুন ধরে উঠে । তারপর কোথা থেকে যেন একটি বাঘ এসে রহিম মিয়ার সামনে দাঁড়ায় । সাধারণত এলাকার তো বাঘ তো দূরের কথা , একটা ভাল্লুকও নেই । এ দৃশ্য দেখে রহিম মিয়া সেখানে অজ্ঞান হয়ে পড়েন । যখন জ্ঞান ফিরে তখন দেখেন, তিনি তাদের বাড়ির উঠানে পড়ে আছেন ।
এরপর থেকে আরো বিভিন্ন রকম ভয়ঙ্কর দৃশ্য এলাকার লোকজন দেখতে পায় । এরই মধ্যে একদিন মজিদ চাচা রাতে পেশাব করতে ঘর থেকে বের হন । সে সময় হঠাৎ পাঁচ বছর আগে মারা যাওয়া আরিফ মন্ডলকে দেখতে পান । আরিফ মন্ডল রোড এক্সিডেন্টে বছর পাঁচেক আগে মারা গিয়েছিল ।
আরিফ মন্ডল মাজিদ চাচাকে বলল , চাচা আমরা মৃতরা কিছুদিনের মধ্যে সবাই বাইচা উঠমু । আপনারা সন্ধ্যের পরে ঘর থেকে বাহিয়ে যাইয়েন না ।
এই কথা বলে আরিফ মন্ডল অদৃশ্য হয়ে যায় । গ্রামের এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে অনেকেই এই গ্রাম অন্য গ্রামে আশ্রয় নেয় । রহিম মিয়ার ছেলে শহরে থাকে ।
সে গ্রামে এসে এমন অবস্থা দেখে বললো, বাবা তোমরা শুধু শুধু ভয় পাচ্ছো । ভূত কি পৃথিবীতে আছে ?
রহিম মিয়া ছেলের কথা শুনে ভয় পেয়ে বললেন , আল্লাহর দোহাই তুই শহরে চলে যা । পরে পরে না হয় ভুতে তোরে ধরবো ।
সে শহরে চলে আসে এবং তার এক বন্ধুর কাছে গ্রামের অবস্থা জানায় । বন্ধু তাকে একটি ফোন নম্বর দিয়ে তাতে যোগাযোগ করতে বলে । সেই নাম্বারে ফোন দেওয়ার পর একজন লোক ফোন রিসিভ করেন । সে তাকে গ্রামের অবস্থা বিস্তারিত জানায় । ...…...…....
