জমজমাট ভূতের আড্ডা ২

( ক্যাপ্টেন হাসান সিরিজ )
জমজমাট ভূতের আড্ডা ......
পর্ব ২
শীতের সকাল ডট ব্লগস্পট ডট কম
..................... ------------ ...................
 আজ গুরাবা টিমের সকল সদস্য তাদের অফিসে উপস্থিত হলো । আলাপ আলোচনার এক পর্যায়ে গুরাবা টিমের প্রধান ক্যাপ্টেন হাসান বললেন, আমাদের পশ্চিমবঙ্গে একবার তো মিশন সফল হয়েছে । এবার আমরা পূর্ববঙ্গে মিশন শুরু করতে চাই । দলের অন্যরা বললেন, আপনার কাছে কি কোন নতুন কেস আছে নাকি ?
ক্যাপ্টেন হাসান বললেন , শুনেছি নুহাশপুর এলাকায় ভূতের উপদ্রব বেড়েছে । তাই আমরা সেখানে গিয়ে ভূত ধরবো । 
একথা শুনে একজন সদস্য বললেন , গ্রামের ভূতের উপদ্রব হলে ওঝা ডাকলেই তো হয় । আমরা কি ভূত তাড়ানোর মন্ত্র জানি না কি ? 
ক্যাপ্টেন হাসান মৃদু হেসে বললেন, মনে হয় নুহাশপুরে ভুতের কুদৃষ্টি পড়েনি বরং কিছু দুষ্ট লোকের কুদৃষ্টি পড়েছে ।
 একথা শুনে একজন বললেন , আপনি ঠিক কি বলতে চান ?
 ক্যাপ্টেন হাসান বললেন, আমি নুহাশপুর সম্পর্কে কিছুটা খোঁজখবর নিয়েছি । সেখানে প্রায়ই মানুষের বিভিন্ন দামি দামি জিনিস উধাও হয়ে যাচ্ছে । গত দুইদিন আগে সরদার বাড়ির তিন পুরুষ ধরে রক্ষা করে আসা দামি একটি স্বর্ণের কলস হারিয়েছে । যার বর্তমান বাজার মূল্য তিন কোটি টাকা । 
এ কথা শুনে সবাই খানিকটা নড়েচড়ে বসলেন । ক্যাপ্টেন হাসানের নিকট সে সময় একটি ফোন কল আসলো । তিনি দুই মিনিট ধরে কথা বললেন । তারপর ফোনটি রাখলেন । তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন নুহাশপুরের অবস্থা খুব গুরুতর । এখন মানুষ দিনের বেলাও ঘর থেকে বের হয় না । আর অনেকে এলাকা ত্যাগ করে অন্যত্র আশ্রয় নিচ্ছে । এভাবে চলতে থাকলে গ্রাম উজাড় হয়ে যাবে । 
অবশেষে ক্যাপ্টেন বললেন , আপনাদের মধ্যে যারা এই মিশনে অংশগ্রহণ করতে চান তারা আগামীকাল সকালে অফিসে আসবেন ।

করিম মিয়া অবশেষে ইচ্ছা করলেন গ্রাম ছেড়ে চলে যাবেন । এমন ভূতের উপদ্রব সহ্য করা যায় না । কাল সারারাত একটুকুও ঘুমোতে পারেন নি । ভয়ঙ্কর আওয়াজে হার্টফেল করার মতো অবস্থা । ভূতের ভয়ে গ্রামের কয়েকজন লোক মারা গিয়েছে । দিনের বেলাতেও কেউ কবরস্থানের সামনে দিয়ে যেতে চায় না । একদিন হারুন হুজুর কবরস্থানে গিয়েছেন জিয়ারত করতে । কবরস্থানের সামনের খেজুর গাছে তিনি দেখেন একটি ভাল্লুক বসে আছে । ভাল্লুক যে কখনো গাছে উঠতে পারে এ ধারণাই কারো ছিল না । আরেকদিন একজন দেখেন, একটি কুকুর কাঁঠাল খাচ্ছে । নুহাশপুর গ্রামে আগে সাড়ে আট হাজার লোকের বসবাস ছিল । এখন লোকজনের সংখ্যা কমতে কমতে আড়াইহাজারে এসে ঠেকেছে ।

ক্যাপ্টেন হাসান সকালে অফিসে আসলেন । নুহাশপুর মিশনের জন্য ৬ জন সদস্য রাজি হয়েছে । অবশেষে সকাল ১০ টায় গুরাবা টিমের ৭ সদস্য ক্যাপ্টেন হাসানের নেতৃত্বে এগিয়ে যেতে লাগলো নুহাশপুরের দিকে । ...…....

পূর্বের পরবর্তী পড়তে এখানে ক্লিক করুন
( প্রতিকী ছবি )

#buttons=(আমি সম্মত !) #days=(20)

আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। আমার সম্পর্কে আরো জানুনLearn More
Accept !