মি. শরীফ ৬

মিস্টার শরীফ ৬
মিস্টার শরীফ সাহেবের ক্লোজ ফ্রেন্ড আই মিন অন্তরঙ্গ বন্ধু হলেন দিকপাল বাবু । আসলে এই দিকপাল বাবুর মূল নাম হল ইকবাল । তাকে দিকপাল বলার কারণ হলো দেখতে হাবাগোবা হলেও তার চতুর্মুখী জ্ঞান আছে । যে কোন বিষয়ে ইকবাল ইকবাল সাহেব লেকচার দিতে পারেন । তার কাছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সব পানির মত সোজা । তিনি প্রায় সময় হাওয়া হয়ে যান । কিন্তু এই হাওয়া বা গায়েব হয়ে কোথায় যান আত্মগোপন করেন তা কেউই জানে না । মূলত তিনি কাউকে না জানিয়ে বিভিন্ন কনফারেন্সে যোগদান করেন ।
একবার মক্কেল কনসার্ট নামে একটা কনফারেন্সের আয়োজন করে একটি সংগঠন । বাংলাদেশের বড় মাপের হাবাগোবা ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয় সেখানে । ঘটনাক্রমে সেখানে শরিফ সাহেব উপস্থিত ছিলেন । সেখানেই তাদের পরিচয় হয় । এর কয়েক বছর পর দুইজন একটি কোম্পানির চাকরিতে জয়েন হোন । তখন থেকেই ইকবাল ওরফে দিকপাল বাবুর সাথে শরীফ সাহেবের পরিচয় এবং একসাথে চলা ।

পূর্ববর্তী গল্প পড়তে এখানে ক্লিক করুন

#buttons=(আমি সম্মত !) #days=(20)

আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। আমার সম্পর্কে আরো জানুনLearn More
Accept !