লেখক , আব্দুর রহমান আল হাসান
শরিফ সাহেব বিকালে বসে বসে বাদাম খাচ্ছিলেন । এমন সময় তিনি হঠাৎ করে দেখতে পেলেন যে , সামনের রাস্তায় একটি ছেলে আইসক্রিম খাচ্ছে । শরীফ সাহেবের আইসক্রিম দেখে আইস্ক্রিম খেতে ইচ্ছা করলো । কিন্তু এই মুহূর্তে তাঁর ঘর থেকে নিচে নামতে মন চাচ্ছে না । তিনি কী করবেন ভাবতে লাগলেন । তখন হঠাৎ তার মাথায় বুদ্ধি আসলো যে, এখন যদি তিনি তার বাসার বারান্দা থেকে নিচে লাফ দেন তাহলে তো ভালই হয় । কারণ তাহলে শরীফ সাহেবের আর 144 টি সিঁড়ির ধাপ পার হতে হয় না । যেই ভাবা সেই কাজ । শরিফ সাহেব বারান্দার ফাক দিয়ে লাফ দেওয়ার প্রস্তুতি নিতে লাগলেন । যেহেতু এভাবে লাফ দেওয়ার রিক্স আছে তাই শরীফ সাহেব তার শরীরের সাথে একটি ফোম পেচালেন । পরক্ষণে ভাবলেন, ফোম দিয়ে তো তিনি শরীর রক্ষা করতে পারবেন । কিন্তু মাথা রক্ষা করতে পারবেন না । কারণ শরীরের ক্ষেত্রে মাথাই হলো মূল । যদি মাথায় আঘাতপ্রাপ্ত হয় তাহলে মানুষ মারাও যেতে পারে । তাই শরিফ সাহেব মাথায় হেলমেট পড়ার জন্য ঘরে হেলমেট খুঁজতে লাগলেন । কিন্তু ঘরে তিনি কোনো হেলমেট পেলেন না । কারণ তার মোটরসাইকেল নেই । তাই শরীফ সাহেব রান্নাঘরে গেলেন । সেখানে থরে থরে পাতিল , কড়াই সাজানো আছে । তিনি সেখান থেকে তার মাথার মাপমতো একটি পাতিল নিলেন । তারপর সেটি মাথায় হেলমেটের মত পড়লেন । এবার শরীফ সাহেবকে পুরো জংলী যোদ্ধাদের মতো দেখা যাচ্ছে । তারপর শরিফ সাহেব বারান্দায় এসে সুপারম্যানের মতো লাফ দেওয়ার প্রস্তুতি নিতে লাগলেন । তারপর হঠাৎ করে ............. এক লাফ দিলেন । ( তারপর কি হয়েছে তা তো আপনারা বুঝতেই পারছেন ☺️☺️ )
পূর্ববর্তী গল্প পড়তে এখানে ক্লিক করুন
