হয়তো মাওলানা আমীর হামজার মতের সাথে আমার মতের অমিল থাকতে পারে । আর এটাই স্বাভাবিক । তবে দিন শেষে আমরা মুসলমান । এটাই আমাদের একমাত্র পরিচয় । আর একজন মুসলিম হিসেবে আমার কর্তব্য হলো , কোনো মুসলিম ভাই বিপদে পড়লে যে কোনোভাবে তার পাশে থাকা ।
মাওলানা আমীর হামজাকে কেন গুম করা হয়েছে , জানা নেই । তবে এতটুকু জানি , তিনি ইসলামের কথা বলতেন , তাফসীরের কথা বলতেন । যদি ইসলামের পক্ষে কথা বলার কারণে বাংলাদেশে কারাগারে যেতে হয় , তাহলে তাতে যেতে হাজারবার প্রস্তুত আছি ।
বাংলাদেশ ইসলামের জন্য ১৯৭১ সনে স্বাধীন হয়েছিল । আজ অবধি এখানে ইসলামের জয়জয়কার ।
কোনো বামপন্থী , রামপন্থী দলগুলো আর ভারতের সেবাদাসগুলো আমাদেরকে ইসলাম থেকে সরাতে পারবে না । এটাই সহীহ কথা ।
র , মোসাদসহ আরো যারা রয়েছে , তাদের বলে দিও , বাংলাদেশ হলো ইসলামিক দেশ । এ দেশে ইসলামই হলো একমাত্র গ্রহনযোগ্য ধর্ম ।
মুসলমানরাই ১৯৭১ এ দেশ স্বাধীন করেছিল ।
আর এ দেশের স্বাধীনতাযুদ্ধের সূচনা ছিল , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ভাষণ । " রক্ত যখন দিয়েছি , রক্ত আরো দিবো । এ দেশের মাটিকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ ।
১৯৭১ সালের ২৬ শে মার্চ কলকাতা বেতার স্টেশন থেকে বিশ্ববাসীর প্রতি বঙ্গবন্ধুর একটি বক্তব্য প্রচার করা হয় । তাতে সর্বশেষে বঙ্গবন্ধু বলেন ,
এ মুক্তি সংগ্রামে আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করুন এবং সাহায্য করুন । জয় বাংলা ।
সুত্র , মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম , পৃষ্ঠা ২৮
আমরা দেখতে পাই , দেশের সূচনালগ্ন থেকেই ইসলামকে সরকার প্রধানরা এবং জনগণরা গুরুত্ব দিয়ে আসছে ।
সুতরাং এ দেশে ইসলাম ছিল , আছে , থাকবে । ইনশাআল্লাহ
Website || YouTube || Facebook || Instagram || Twitter || Facebook page