আব্দুর রহমান আল হাসান
”নদী” মানে প্রবাহমান কোনো নদী নয় । এটি হলো দুটি শব্দের একটি বাক্যের সংক্ষিপ্ত রুপ । তা হলো মাসিক নবীন দীপ্ত (নদী) পত্রিকা । একটু দূর থেকেই শুরু করি । বছরের শুরু থেকে প্রেরণা পত্রিকার স্বপ্নদ্রষ্টার কাছে ( আমি যখন ২০১৮ সনে মারকাযুল কোরআন আশরাফাবাদে পড়ি তখন দ্বিতীয় বর্ষে থাকতে আমাদের ক্লাস থেকে একটি পত্রিকা বের করার ইচ্ছা করি । তারও আগে ২০১৭ সনে আমাদের ক্লাস থেকে আমানুল্লাহ আমান কর্তৃক প্রকাশিত মাসিক প্রেরণার দুইটা সংখ্যা প্রকাশ করি । কিন্তু পরবর্তীতে ২০১৮ সনে তিনি আর নতুন সংখ্যা প্রকাশ করার ইচ্ছা করলেন না। ) পর পর কয়েকবার আবেদন করা হয় পত্রিকা প্রকাশের জন্য । কিন্তু তিনি বারবার নাকচ করে দেন । শেষে আর কি করবো ! আমরা বারবার আবেদন করলাম আর তিনি প্রত্যেকবার আমাদের আশাহত করলেন । শেষে বললাম , তিনি যেন সত্ত্বাধিকার আমাদের দিয়ে দেন । কিন্তু তিনি আর আমাদের কথা রাখলেন কই ! পরে আমরা অন্য আরেকটি পত্রিকা প্রকাশের ইচছা করলাম । হঠাৎ করেই আল্লাহ “নবীন দীপ্ত” নামটি মাথায় ঢেলে দেন । তারপরের ইতিহাস সবার-ই জানা । এভাবেই একটি বীজ প্রস্ফুটিত হলো ।
যদি আমরা এই চারাটিকে নিয়মিত পরিচর্যা করি
, তাহলেই হয়তো এই চারাটি একদিন বৃহৎ বৃক্ষে রুপান্তরিত হবে । হয়তো সেদিন আর বেশি দূরে নয় ।

