মাসিক নবীন দীপ্তের পিছনের কথা



নদীর পূর্বকথা

আব্দুর রহমান আল হাসান

নদীমানে প্রবাহমান কোনো নদী নয় এটি হলো দুটি শব্দের একটি বাক্যের সংক্ষিপ্ত রুপ তা হলো মাসিক নবীন দীপ্ত (নদী) পত্রিকা একটু দূর থেকেই শুরু করি বছরের শুরু থেকে প্রেরণা পত্রিকার স্বপ্নদ্রষ্টার কাছে  ( আমি যখন ২০১৮ সনে মারকাযুল কোরআন আশরাফাবাদে পড়ি তখন দ্বিতীয় বর্ষে থাকতে আমাদের ক্লাস থেকে একটি পত্রিকা বের করার ইচ্ছা করি । তারও আগে ২০১৭ সনে আমাদের ক্লাস থেকে আমানুল্লাহ আমান কর্তৃক প্রকাশিত মাসিক প্রেরণার দুইটা সংখ্যা প্রকাশ করি । কিন্তু পরবর্তীতে ২০১৮ সনে তিনি আর নতুন সংখ্যা প্রকাশ করার ইচ্ছা করলেন না। ) পর পর কয়েকবার আবেদন করা হয় পত্রিকা প্রকাশের জন্য কিন্তু তিনি বারবার নাকচ করে দেন শেষে আর কি করবো ! আমরা বারবার আবেদন করলাম আর তিনি প্রত্যেকবার আমাদের আশাহত করলেন শেষে বললাম , তিনি যেন সত্ত্বাধিকার আমাদের দিয়ে দেন কিন্তু তিনি আর আমাদের কথা রাখলেন কই ! পরে আমরা অন্য আরেকটি পত্রিকা প্রকাশের ইচছা করলাম হঠাৎ করেই আল্লাহনবীন দীপ্তনামটি মাথায় ঢেলে দেন তারপরের ইতিহাস সবার- জানা এভাবেই একটি বীজ প্রস্ফুটিত হলো

যদি আমরা এই চারাটিকে নিয়মিত পরিচর্যা করি , তাহলেই হয়তো এই চারাটি একদিন বৃহৎ বৃক্ষে রুপান্তরিত হবে হয়তো সেদিন আর বেশি দূরে নয়


#buttons=(আমি সম্মত !) #days=(20)

আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। আমার সম্পর্কে আরো জানুনLearn More
Accept !