জমজমাট ভূতের আড্ডা ৪

 

জমজমাট ভূতের আড্ডা ৬

( গত পর্বের পর )

সকা‌লের কাকডাকা ‌ভো‌রে ক্যা‌প্টেন হাসা‌নের ঘুম ভাঙ্গ‌লো । অন্যান্য সঙ্গী‌দের ঘুম থেকে উ‌ঠি‌য়ে দি‌‌লেন । এরপর সক‌লে ফ্রেশ হ‌য়ে ফজ‌রের নামাজ পড়‌লেন । নুহাশপুর গ্রা‌মের লোকজন ভো‌রেই ঘুম থে‌কে উ‌ঠে যায় । গ্রা‌মের চা‌য়ের ‌দোকানগু‌লো ‌রোদ উঠার পর খু‌লে । সকা‌লে মাতবর সা‌হেব , কেমন হ‌য়ে‌ছে জান‌তে চাই‌লেন । তারপর হালকা নাস্তা প‌রি‌বেশন কর‌লেন । নাস্তা শেষ ক‌রে গুরাবা টি‌মের সক‌লে গ্রাম প‌রিদর্শ‌নে বের হ‌লেন । সা‌থে দিক‌নির্দশক হি‌সে‌বে মাতব‌রের একজন খা‌দেম র‌য়ে‌ছে ।তারা প্রায় গ্রা‌মের অ‌নেক উ‌ল্লেখ‌যোগ্য স্থানগু‌লো চি‌নে নি‌লেন । তারপর সকা‌ল সা‌ড়ে আটটায় তারা এক‌টি চা‌য়ের দো‌কা‌নে বস‌লেন । গ্রা‌মের অন্যান্য‌দের নিকট রা‌তে কার কেমন অবস্থা ছিল , তা ‌জে‌নে নি‌লেন । এরপর গুরাবা টি‌মের সক‌লে মাদব‌রের বা‌ড়ি‌তে চ‌লে এ‌লেন । মাতব‌রের বা‌ড়ি‌তে আসার পর ক্যা‌প্টেন হাসান গ্রা‌মের উ‌ল্লেখ‌যোগ্য স্থা‌নের এক‌টি চার্ট তৈরী কর‌লেন । নুহাশপুর গ্রা‌মে তেমন দর্শনীয় স্থান নেই । আর গ্রামটা নদীমাতৃক । এই গ্রা‌মে ৮ টা মস‌‌জিদ দু‌ইটা ম‌ন্দির , দুইটা হাই স্কুল , ১১টা প্রাথ‌মিক বিদ্যালয় আ‌ছে । আর গ্রা‌মে বড় বড় তিনটা জঙ্গল আ‌ছে । এসব জঙ্গ‌লের গভী‌রে কেউ কখ‌নো যায় না । সকাল সা‌ড়ে দশটায় গুরাবা টি‌মকে দুইভাগ ক‌রে মিশন প‌রিচালনা শুরু হ‌লো । ৩ জন , ৩ জন ক‌রে ৬ জ‌নের দুই‌টি দল । আর একজন মাতব‌রের বা‌ড়ি‌তে থাক‌লো দ‌লের সবাই শার্ট এবং কো‌‌র্টের সা‌থে বোতাম ক্যা‌মেরা ব্যবহার কর‌লো । মাতব‌রের বা‌ড়ির এক‌টি রুম‌কে বানা‌নো হ‌লো ক‌ন্ট্রোল রুম । সে ল্যাপট‌পে ছয়জ‌নের উপর নজর রাখ‌তে লাগ‌লো এবং প্র‌‌য়োজনীয় দিক‌নি‌র্দেশনা দি‌তে লাগ‌লো । ক্যা‌প্টেন হাসা‌নের সা‌থে দুই সদস্য নুহাশপুর গ্রা‌মের উত্তর‌দি‌কের জঙ্গ‌লে গে‌লো  । আ‌রেক‌টি দল প‌‌শ্চিম‌দি‌কে গেল । গু‌‌গোল থে‌কে জান‌তে পার‌লো , উত্ত‌রের জঙ্গল‌টির দৈঘ্য ৩৩ কি.মি. । ক্যা‌প্টেন ক‌ন্ট্রোল রু‌মের সা‌থে যোগা‌যোগ ক‌রে মিশন শুরু কর‌লেন । তারা জঙ্গ‌লের মধ্য ‌দি‌য়ে হাটঁ‌তে লাগ‌লেন । এত বড় জঙ্গল ম‌নে হয় না , এক‌দি‌নে চক্কর দেয়া সম্ভব । তারা রা‌তে যাত‌ে ক্যা‌ম্পেইন ক‌রে থাক‌তে পা‌রেন ‌সেই জন্য প্র‌‌য়োজনীয় জি‌নিষপত্র ‌‌নি‌য়ে এ‌সে‌ছেন । সকাল ১১টায় তারা জঙ্গ‌লে প্র‌বেশ কর‌লেন । তা‌দের সা‌থে কিছু মা‌ছি ‌ড্রোন র‌য়ে‌ছে । বি‌শেষ প‌রি‌স্থি‌তি‌তে ব্যবহার করা যা‌‌বে । ক্যা‌প্টেন হাসান তার সঙ্গী‌দের নি‌য়ে হাঁট‌তে লাগ‌লেন । হাঁট‌তে হাঁট‌তে বিকাল ৫টা ‌বে‌জে গি‌য়ে‌ছে । সবাই ক্ষুধার্ত । খাবা‌রের জন্য তারা কিছু পা‌খি শিকার ক‌রে আগু‌নে পোঁড়া‌লেন । ক্যা‌প্টেন হাসান দ্বিতীয় দ‌লেন সা‌থে যোগা‌যো‌গের জন্য ক‌ন্ট্রোল রু‌মের সা‌থে ‌যোগা‌যোগ কর‌লেন । প্রায় দশ মি‌নিট পর ক‌ন্ট্রোল রুম থে‌কে জানা‌নো হ‌লো , আধ ঘন্টার ম‌ধ্যে দ্বিতীয় দল ক্যা‌‌প্টেন হাসা‌নের সা‌থে যোগা‌যোগ কর‌বে । 


আব্দুর রহমান আল হাসান ।

লেখক ।


#buttons=(আমি সম্মত !) #days=(20)

আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। আমার সম্পর্কে আরো জানুনLearn More
Accept !